বারাবনিতে মর্মান্তিক ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড় গ্রামে। মৃত নাবালকের নাম জয়দেব বাউরি (১২)। জয়দেবের বাবা চিন্ময় বাউরি খড়াবড় গ্রামের বিজেপি নেতা। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। চিন্ময়বাবু সহ পরিবারের সদস্যরা এই ঘটনার আকস্মিকতায় হতবাক। তারা শোকে ভেঙে পড়েন।
এদিন বিকেল সাড়ে চারটের পরে বারাবনি সহ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়তে থাকে। সেই সময় বাড়ির অদূরে আম কুড়াতে যায় বারাবনি থানার খড়াবোড় গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী চিন্ময় বাউরির ১২ বছরের ছেলে জয়দেব বাউরি। সেই সময় আচমকাই সেখানে বাজ পড়ে। বজ্রাঘাতে সে সেখানে অচৈতন্য হয়ে পড়ে। খবর পেয়ে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়, জেলা মাইনরিটি মোর্চার সহসভাপতি দিলবার জান খান ও জেলা সোশাল মিডিয়া সেলের কো-কনভেনার সম্বিত মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার আসানসোল জেলা হাসপাতালে নাবালকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।