ASANSOL

আসানসোল লোকসভা : কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, তিনটি বুথে ইভিএম খারাপ, একঘন্টা পরে শুরু ভোট

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ চতুর্থ দফায় সোমবার বাংলার আরো সাতটি কেন্দ্রের সঙ্গে  আসানসোল লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট শুরু হয়েছে। প্রথম একঘন্টায় বড় কিছু ঘটনা ঘটেনি। তবে আসানসোল উত্তর বিধান সভায় আসানসোল রেলপারের পলিটেকনিক কলেজের তিনটি বুথে ( ২৩৯, ২৪১ ও ২৪২ নং) ইভিএম খারাপ হয়ে যায়।

তাই সাতটার সময় ভোট শুরু হয় নি নির্দিষ্ট সময়ে। একঘন্টা পরে সকাল আটটার পরে ভোট শুরু হয়। যা নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা সেখানে এসে পরিস্থিতি সামাল দেন।
অন্যদিকে, পান্ডবেশ্বরের ১৩ টি বুথ তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা দখল করে নেয় বলে অভিযোগ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *