তৃনমুল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* লোকসভা নির্বাচন ঘিরে দূর্গাপুর বর্ধমান কেন্দ্রে দুর্গাপুরে সকাল থেকে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটা শুরু হয়েছিলো, তা দুপুরেও অব্যাহত রয়েছে। এদিন দুপুরে তানসেন রোডের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও ও সিপিএমের বিরুদ্ধে ।














তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা যখন মধ্যাহ্ন ভোজনের জন্য ক্যাম্প অফিসে গিয়েছিলেন সেই সুযোগে বিজেপির বহিরাগতরা বাইক বাহিনী নিয়ে এসে সেখানে থাকা মহিলাদের উপর হামলা চালায়। ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়। তৃণমূলের আরো অভিযোগ, এই হামলায় বেশ কয়েকজন মহিলা তৃণমূল কর্মী আহত হয়েছেন এই ঘটনায় । পরে এই ঘটনা কেন্দ্র করে দু পক্ষের মধ্যে লেগে যায় হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । পুলিশ বাহিনী এলেও দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর বলে এলাকার বাসিন্দাদের । যদিও বিজেপি ও সিপিএমের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
- ECL सालानपुर क्षेत्र में 110 करोड़ से बनी रेलवे साइडिंग का उद्घाटन
- দুর্গাপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে আত্মহত্যা, দাবি
- আইপ্যাক কান্ড মুখ্যমন্ত্রী নাটক করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রা পালের
- আসানসোলে ব্যস্ততম রাস্তায় আচমকাই বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য
- খনিতে ধসের ঘটনা ২৪ ঘন্টা পরে এলাকা পরিদর্শনে পুলিশ ও সিআইএসএফ

