দূর্গাপুরে বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ বিক্ষোভ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই এলাকায় বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মী ও এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন । এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে । যদিও, তৃণমূল কংগ্রেসের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।




- Asansol : रेहान की लाश मिली 24 घंटे बाद, गहरे गड्ढे में था फंसा
- দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধরের ঘটনা, আরো দুজন গ্রেফতার
- ঝুলন মেলার উদ্বোধন করলেন বিধায়ক
- आसनसोल चैंबर ऑफ कॉमर्स और सब डिविजनल मार्बल एंड हार्डवेयर एसोसिएशन ने राज्य कर अपर आयुक्त का किया स्वागत
- আসানসোলে নুনিয়া নদীতে তলিয়ে যাওয়া পড়ুয়ার দেহ ২৪ ঘন্টা পরে উদ্ধার