ASANSOL

আসানসোল সিবিআই আদালত : ১৬ বছর আগের মামলায় দোষী সাব্যস্ত সহকারী শ্রম কমিশনারের সাজা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ*  ১৬ বছর আগের পুরনো একটি মামলায় বৃহস্পতিবার আসানসোলের সিবিআই আদালতে সাজা ঘোষণা হলো। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী  ২০০৮ সালে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হওয়া তৎকালীন সহকারী শ্রম কমিশনার প্রভু লাল মীনার সাজা ঘোষণা করেন। দুর্নীতি আইনের ৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি নিরোধক আইনের অন্য আরেকটি ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। দুটি সাজাই একসাথে চলবে বলে এদিন বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন ।

गौ तस्करी CBI चार्जशीट


জানা গেছে, দুর্গাপুরের মেসার্স রেডিয়েন্ট সার্ভিস সিকিউরিটি এজেন্সির লাইসেন্স নবিকরন বা রিনুয়্যাল করার জন্য ২০০৮ নিজের দপ্তরে বসেই তৎকালীন সহকারী শ্রম কমিশনার প্রভু লাল মিনা ৫০০০ টাকা ঘুষ নিয়েছিলেন। এই ব্যাপারে একটি অভিযোগ সিবিআইয়ের কাছে আসে। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ফাঁদ পাতে ও হাতেনাতে তাকে ঘুষ নেওয়ার সময় সেদিন ধরেছিলেন। সিবিআই তার বিরুদ্ধে মামলা করে। সেই মামলা শেষ হতে ১৬ বছর লাগলো। এই মামলায় সিবিআইয়ের পক্ষ থেকে এদিন আদালতে  পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবি ছিলেন রাকেশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *