মহিলাকে পুড়িয়ে মরার অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : কাতর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখল ভয়ঙ্কর দৃশ্য। আমড়া গাছের তলায় দাউ দাউ করে জ্বলছে মহিলা। নিমিষে দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া জুড়ে পড়ে গেলো শোরগোল। রবিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হলে রাতেই মৃত্যু হয় মহিলার।মৃতা মহিলার নাম চায়না বাউরি(৫৩)। মৃতা মহিলার ছেলে প্রদীপ বাউরির অভিযোগ,”কাঁটাবেড়িয়া এলাকার নিজস্ব বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে মা-বাবা আর তাঁদের এলাকা ছাড়া করেছিল মামার ছেলেরা। তারপর থেকেই মা বাবা কখনো দিদিদের বাড়িতে আবার কখনো তাঁদের বাড়িতে থাকতো।




মাঝেমধ্যে মা কাঁটাবেড়িয়ার বাড়িতে এলে মামার ছেলে বাবলু বাউরি, কার্তিক বাউরী এবং তাঁর বউ সরস্বতী বাউরী এবং সরস্বতী বাউরির দাদা ঠাকুর বাউরি অত্যাচার করতো। রবিবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে কাঁটাবেড়িয়ায় পৌঁছে দেখেন বাড়ির বাইরে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে মা। বাড়ির ভেতরেই কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কোনক্রমে বাড়ি থেকে বেরিয়ে ছিল কিন্তু আগুনের ভয়াবহতায় শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাবলু বাউরি স্বরসতী বাউড়ি সহ চারজনের দিকে ইঙ্গিত দিয়েছেন।
দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল মামার ছেলেদের সাথে মায়ের। সেই জন্যই নির্মমভাবে পুড়িয়ে মারা হলো। তাঁরা দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশের কাছেও অভিযোগ করেছেন। বাউরী সমাজকেও বিষয়টি জানিয়েছেন।” মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ।
- সিসি ক্যামেরায় ধরা পড়ে চোরের কীর্তি
- আসানসোলে ” সাধারণ গ্রন্থাগার দিবস” উদযাপন উপলক্ষে অনুষ্ঠান
- পুজো কার্নিভাল ২০২৫ : মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আসানসোলে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক
- Asansol Carnival 2025 : प्रशासन ने शुरू की तैयारी
- SBFCI NAVRATNA AWARDS 2025 : 3 मंत्रियों ने उद्यमियों को दिया सम्मान