KULTI-BARAKAR

সিটু সমর্থিত মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক

ব্যবসা বন্ধ করার হুমকি বণিক সভার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল কুলটির নিয়ামাতপুর বাজার অঞ্চলে সিটু সমর্থিত মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তাদের মূল বিরোধ রয়েছে নিয়ামাতপুর চেম্বার অফ কর্মাসের সদস‍্য সন্দীপ দোকনিয়ার বিরুদ্ধে। সিটুর মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষে জানানো হয়েছে গত ১৯/৫ এ সন্দীপ দোকানিয়ার গুদামে চারজন মুটিয়া মজদুর আনলোডিং এর কাজ করছিল। সেই সময় সন্দীপ দোকনিয়া অন‍্য কাজের নির্দেশ দিয়ে তাদের অন‍্যত্র যেতে বলে মুটিয়া মজদুরের ওই চার সদস‍্য তা করতে রাজি হয়নি। এর জেরে সন্দীপ দোকানিয়া তাদের সাথে দুর্ব‍্যবহার করে ও তাদের কাজ থেকে বিতাড়িত করে। একই সাথে তাদের হুমকি দেয়, প্রয়োজনে যেকোনো নেতার কাছে যেতে। তাও তিনি তাদের প্রাপ‍্য অর্থ ও কাজ দেবেননা। একই সাথে তাদের ওই অঞ্চলেও কাজ করতে দেবেননা। এরপর ২০/৫ তারিখে বাইরে থেকে শ্রমিক এনে লোডিং আনলোডিং এর কাজ করায় সন্দীপ দোকানিয়া। এই ঘটনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাকদেয় সিটু সমর্থিত নিয়ামাতপুর মুটিয়া মজদুর ইউনিয়ন।

তাদের বক্তব‍্য প্রকৃত কারণ না দেখিয়ে চেম্বারের পক্ষ থেকে কেন ওই চারজন মুটিয়া মজদুরকে কালো তালিকাভূক্ত করা হয়েছে? একই সাথে বহিরাগত শ্রমিক এনেও কাজ করা যাবেনা। তবে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, চারজন মজদুরকে কালো তালিকাভূক্ত করা হয়নি। আসলে উভয়পক্ষের সমস‍্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই চারজন মজদুরের মাধ‍্যমে কাজ না করানোর সিদ্ধান্ত হয়েছে। এখন দেখার এই সমস‍্যার সমাধান কতক্ষণে ধরা দেয়।

অন্যদিকে ব্যবসায়ীদের সংগঠন এ নিয়ে প্রশাসনিক অধিকারীদের চিঠি করেছেন যদি কর্ম বিরতি না তোলা হয় ওনারাও ব্যবসা বন্ধ করে দেবেন এরপরে এই নিয়ে পরিস্থিতি জটিল হয়ে গেছে।নিয়ামতপুর বাজারে ব্যবসায়ী ও মুঠিয়া শ্রমিকদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্বের পরিস্থিতি। কাঁচামাল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে যত দ্রুত সম্ভব হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে রাস্তায় নামবে। শম্ভু নাথ ঝা, সম্পাদক, আসানসোল চেম্বার অফ কমার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *