দামোদর উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বার্নপুরের দামোদর রেল কলোনিতে সামাজিক সংগঠন ” দামোদর উই কেয়ার ফাউন্ডেশন ” র তরফে রবিবার কৃতি ও মেধাবী পড়ুয়াদেরকে সংবর্ধনা দেওয়ার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনগর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও ডিপিএসসির জেলা চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার। তিনি এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240526-wa00088812642207029557615-500x231.jpg)
এই অনুষ্ঠানে এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ২৫ জন পড়ুয়াকে স্মারক, শংসাপত্র ও শিক্ষা সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া একজন পড়ুয়াকে ২ হাজার টাকা বৃত্তিও দেওয়া হয়েছে। সংগঠনের সম্পাদক মিলন কর্মকার বলেন, সংগঠনের পক্ষ থেকে চতুর্থ বর্ষের পড়ুয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মানিত এক পড়ুয়া সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এদিনের এই অনুষ্ঠান সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি জয়ন্ত গোস্বামী ও সম্পাদক মিলন কর্মকারের পাশাপাশি উজ্জ্বল কর, পান্না গোস্বামী, সন্তোষ কবি, সঞ্জীব সাধু প্রমুখ।
- রানীগঞ্জের আশ্চর্যজনক ঘটনা ! মহাকুম্ভের নামেই ফিরল স্মৃতি
- Burnpur Road Race 2025 : आकाश राय एवं संध्या यादव, बिक्रम बाउरी और अदिति रजक प्रथम
- Asansol : चिटफंड के नाम पर विभिन्न राज्यों से करोड़ों की ठगी !
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह