BARABANI-SALANPUR-CHITTARANJAN

জঙ্গল থেকে গাছ কাটার  অভিযোগ  বিক্ষোভ দেখাল আদিবাসীরা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গভীর জঙ্গল থেকে একাধিক
গাছ কাটার অভিযোগ  তুলল হোদলা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ।।গভীর জঙ্গলের ভেতরেই বনদপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী ২২মৌজার মানুষদের।বুধবার সকালে আদিবাসী ২২মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়।আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন জংলি গাছ।কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বনদপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন।

আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বনদপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে  যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেইসব এলাকায় গিয়ে কার্যত বনদপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা।তাদের অভিযোগ এক শ্রেণীর জমি মাফিয়ারা জোর পূর্বক বনদপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে।এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মূ নামক এক ব্যক্তি।

তিনি জানান কোন এক ব্যবসায়ী
এই কাজ করাচ্ছে।তার সঙ্গে রয়েছে বিমল গোরাই ও জাকির আনসারী।তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন।আর তিনি তাদের আদেশে কাজ দেখাশুনা করছেন।ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।তবে এবিষয়ে ব্যবসায়িক চিত্ত মাজি জানিয়েছেন এই জমি তার নিজস্ব সেই গাছ কাটেনি তবে যেসকল ঝোপ ঝাড় রয়েছে সেগুলি পরিষ্কার করা হচ্ছে তাছারা সেই স্থানে পরিবেশ রক্ষার জন্যে 3000 গাছ লাগানো হবে এবং সুন্দর এক পরিবেশ তৈরি করা হবে যেখানে পার্ক সহ কটেজ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *