ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেফতার করলো পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, কাঁকসা:-ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। দুইজনকে আজ দুপুর বারোটা নাগাদ মহকুমা আদালতে পেশ করা হয়। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো শেখ নাসিরুদ্দিন ও আকাশ কুমার গৌড়। ধৃত দুইজনেরই বাড়ি পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে।
আজ ভোররাতে কাঁকসা থানার পুলিশ টহল দেওয়ার সময় কাঁকসার গোপালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে একটি চারচাকা দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে ঘিরে ধরে গাড়ির ভেতরে থাকা কয়েকজন জিজ্ঞাসাবাদ করার উদ্যেশ্যে এগোতেই। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে গেলেও। দুজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুত উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে একটি ছোট গাড়ি।