ASANSOL

সিআইটিইউর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস রানিগঞ্জ কয়লাখনি ও শিল্পাঞ্চলে পালিত হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানিগঞ্জ : সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩০ মে রানিগঞ্জ কয়লাখনি ও শিল্পাঞ্চলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এদিন ২০১১ সালে তৃণমূলের দখল করা  রানিগঞ্জ মিনিবাস পরিবহন ইউনিয়ন (সিআইটিইউ) দপ্তরের বাইরে  রক্তপতাকা উত্তোলন করেন শ্রমিকরা। শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, দিব্যেন্দু মুখার্জি  সহ নেতৃবৃন্দ। ব্যাপক সংখ্যক শ্রমজীবী মানুষের উপস্থিতিতে সিআইটিইউ’র প্রতিষ্ঠা দিবস পালিত হয় কয়লা শ্রমিক ভবন সহ কয়লাখনির পিটে, ও শ্রমিক কার্যালয়ে, বল্লভপুর, জেকেনগর, বাঁশড়া, রানিগঞ্জ গরাই তেল মিল,  মঙ্গলপুর শিল্পতালুক সহ বিভিন্ন ইউনিয়ন দপ্তরে এবং শ্রমজীবী মহল্লাগুলিতে।

প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচিতে শ্রেণি ঐক্য এবং শ্রেণি আন্দোলন তীব্র করার শপথ নেওয়া হয়েছে।  দেশের শ্রমিক আান্দোলনকে  শ্রমিকশ্রেণির কাছে ঐক্য ও সংগ্রামের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের  কাজের নিরাপত্তা,  শ্রমিক সুরক্ষা ও নূন্যতম মজুরির জোরালো দাবি ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *