ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

CLW ৫০ টি কাজের দিনে ১০০ টি অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি করে ইতিহাস গড়লো

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। ( CLW Creates History ) মাত্র ৫০ টি কাজের দিনে ১০০ টি অত্যাধুনিক রেল ইঞ্জিন তৈরি করে ইতিহাস গড়লো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। ‌ চলতি ২০২৪-২৫ আর্থিক বছরের এই উৎপাদনের গতি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। এত কম সময়ে ১০০ টি ইঞ্জিন তৈরির ইতিহাস চিত্তরঞ্জনে এর আগে কোন আর্থিক বছরে সম্ভব হয়নি। ‌ উৎপাদনের এই রকেট গতি চিত্তরঞ্জনকে পৃথিবীর মানচিত্রে অন্যতম মাইল ফলকে পৌঁছে দিল বলে রেল কর্তৃপক্ষ উল্লেখ করেছেন। ৩০ মে ১০০তম ইঞ্জিনটির যাত্রার সূচনা হয় কারখানার ওয়ার্কশপ থেকে।

এই গৌরবময় উৎপাদন চিত্র এখানকার কর্মী ও আধিকারিকদের একাগ্রতার জন্যই সম্ভব হয়েছে বলে উল্লেখ করে জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহত্রা সামগ্রিকভাবে “টিম সিএলডব্লু”কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ১০০টি ইঞ্জিন উৎপাদনের জন্য ২০২১-২২ বর্ষে ৮১ দিন, ২০২২-২৩ বর্ষে ৭৩ দিন এবং ২০২৩-২৪ বর্ষে ৭০ দিন সময় লেগেছিল। ‌ সেদিক দিয়ে চলতি আর্থিক বছরে মাত্র ৫০ টি কাজের দিনে ১০০ রেল ইঞ্জিন উৎপাদন এক কথায় চিত্তরঞ্জন রেল কারখানার অন্যতম ইতিহাস বলে মনে করা হচ্ছে। তবে গড়ে প্রতি কাজের দিনে দুটি করে ইঞ্জিন উৎপাদনের এই ধারা বজায় থাকলে চলতি আর্থিক বছরে রেল বোর্ডের দেওয়া ৭০০ ইঞ্জিন উৎপাদন সময়ের আগেই সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *