রিটার্নিং অফিসারের কাছ থেকে শত্রুঘ্ন সিনহা সস্ত্রীক সার্টিফিকেট নিলেন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ স্ত্রী পুনম সিনহাকে সঙ্গী করে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে আসেন শত্রুঘ্ন সিনহা। তার হাতে জয়ের সার্টিফিকেট তুলে আসানসোল লোকসভা কেন্দ্রের আরও ( রিটার্নিং অফিসার) তথা পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।
তার সঙ্গে গণনা কেন্দ্রে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতারা।




- बालू ट्रक ने ली जान, रणक्षेत्र बना, पुलिस वाहन में तोड़फोड़ आईसी जख्मी, आंसू गैस दागे
- আসানসোলে পুকুরের পাড় ভেঙে বিপত্তি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
- रेडलाइट एरिया से दो बांग्लादेशी युवती, दलाल गिरफ्तार, मिला फर्जी आधार
- নিষিদ্ধপল্লীতে আটক সন্দেহভাজন বাংলাদেশি দুই যুবতী সহ দালাল
- দুর্গাপুরে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর, কাঁদানে গ্যাস