বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার আসানসোলের বিবি বা বানোয়ারী লাল ভালোটিয়া কলেজের উদ্যোগে ও সামাজিক সংগঠন সৃজন সহযোগিতায় সচেতনতার প্রচারে পথনাটিকার আয়োজন করা হয়। ” বুড়ো পৃথিবীর পরিবেশ কথা ” শীর্ষক এই পথনাটিকা আসানসোলের রবীন্দ্র ভবন ও উষাগ্রামের দুর্গা মন্দিরের মতো জনবহুল এলাকায় মঞ্চস্থ করা হয় যাতে করে পরিবেশ রক্ষার বার্তা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছাতে পারা যায়।




এই প্রসঙ্গে বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে পথনাটিকার আয়োজন করা হচ্ছে। সামাজিক সংগঠন সৃজনকে এই আয়োজনে বিবি কলেজের তরফে সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন কারণে সবুজ এবং পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা কি করে বন্ধ করা যায় তার জন্য এই প্রচার বলে তিনি জানান।