জামুড়িয়ার ওয়ার্ড ভিত্তিক ফলাফল : এগিয়ে তৃণমূল
বেঙ্গল মিরর, জামুরিয়া, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে সব দলের মধ্যে ভোট পাওয়ার হিসেবনিকেশ করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, আসানসোল পুরনিগমের জামুরিয়া পুর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে শাসক দল তৃনমুল কংগ্রেস এগিয়ে আছে। গোটা পুর এলাকার মধ্যে জামুড়িয়া একমাত্র এলাকা যেখানে তৃনমুল এগিয়ে রয়েছে । আসানসোল লোকসভায় একমাত্র জামুরিয়া এলাকা যেখান থেকে তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা লিড পেয়েছেন । জামুরিয়া পুর এলাকায় মোট ১৩টি ওয়ার্ডে আছে তার মধ্যে অবশ্য তৃনমুল ৬ টি ও বিজেপি সাতটিতে এগিয়ে রয়েছে। কিন্তু ভোটের পরিসংখ্যান দেখা যাচ্ছে, এই পুর এলাকার ১৩ টি ওয়ার্ডে তৃণমূল সামগ্রিকভাবে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জামুরিয়ার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেয়রের ওয়ার্ড থেকে ৭০০ এর বেশি ভোটের লিড পেয়েছেন । সেই দিক থেকে মেয়র কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।




Ward | TMC | BJP | Lead |
---|---|---|---|
1 | 2749 | 2934 | 186 BJP |
2 | 2558 | 3166 | 604 BJP |
3 | 4122 | 1355 | 2673 TMC |
4 | 3766 | 3152 | 614 TMC |
5 | 2477 | 3382 | 905 BJP |
6 | 3304 | 2575 | 729 TMC |
7 | 2660 | 2696 | 36 BJP |
8 | 3016 | 2775 | 241 TMC |
9 | 1911 | 2625 | 640 BJP |
10 | 2677 | 3281 | 604 BJP |
11 | 3606 | 1532 | 2074 TMC |
12 | 2206 | 1703 | 503 TMC |
32 | 2366 | 2865 | 499 BJP |