ASANSOL-BURNPUR

আসানসোলের বিধান চন্দ্র কলেজে রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

বেঙ্গল মিরর, আসানসোল: ২৫এ বৈশাখ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। কিন্তু শুধু কি এই দিনটিতেই তিনি আমাদের স্মরনে আসেন? না কবিগুরু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, আমাদের স্মরণে, মননে তাঁর চিন্তা ভাবনা, দার্শনিকতা আমাদের জীবনে পথ চলতে শেখায়। আরেকদিকে ২৫এ মে ছিল বাংলার আরেক প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। বাংলা সাহিত্য এর এক অমূল্য সম্পদ নজরুলের সৃষ্টি কবিতা ও গান। আমাদের গর্ব আমাদের অহংকার এই দুই মহান কবির সৃষ্টির বিপুল ভাণ্ডার থেকে কিছু মনিমুক্ত সংগ্রহ করে গাঁথা হয়েছে বিধান চন্দ্র কলেজ আসানসোলের এই অনুষ্ঠানের মালিকা( রবীন্দ্র- নজরুল স্মরণ)।।

ঊনিশ শতকের নারির অধিকার যখন অনেকটাই অকল্পনীয় তখন রবীন্দ্রনাথ নারির চরিত্রকে তাঁর লেখনীতে তুলে আনলেন কেন্দ্রীয় চরিত্রে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথই প্রথম যিনি নারীকে আত্মশতন্ত্রমন্ডিত করে প্রকাশ করেছেন। তাইতো তিনি তাঁর নৃত্যনাট্য চিত্রাঙ্গদাএ লিখেছেন ” আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী”…. আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।।। এই প্রথমবার এরাম একটি নৃত্যনাট্য বিধান চন্দ্র কলেজে উপস্থাপনা করছেন কলেজেরই ছাত্র ছাত্রীরা, এবং এর পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. অমৃতা ব্যানার্জী।।। এবং এই কলেজের অধ্যক্য মহাশয় ড. ফাল্গুনী মুখোপাধ্যাযের উৎসাহে আমরা এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে চলেছি ৭ ই জুন শুক্রবার বেলা ১ ঘটিকায়।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *