ASANSOL

আসানসোল ইএসআই হাসপাতালের তরফে রক্তদান শিবির

বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল ইএসআই হাসপাতালের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে শনিবার সকালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে হাসপাতালের কর্মী সহ মোট ৪০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন । এই সম্পর্কে ইএসআই হাসপাতালের মেডিকেল স্টোর ইনচার্জ কুণাল চট্টোপাধ্যায় জানান, প্রতিবছর মতো এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। কিছু সমস্যার কারণে নার্সিং কলেজের মুল অনুষ্ঠান কর্মসূচি বাতিল করা হলেও, রক্তদান শিবির হয়। শিবির থেকে মোট ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ময়ূখ রায় (ডেপুটি ডাইরেক্টর ইএসআই), ডাঃ সুপ্রসেনজিৎ রায় (এমও ইএসআই (এমবি)স্কিম) , ডাঃ অতনু ভদ্র, (মেডিকেল সুপারিনটেনডেন্ট আসানসোল ইএসআই হাসপাতাল), ডাঃ সঞ্জিত  চট্টোপাধ্যায়  ( ইনচার্জ আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক) ও  ডাঃ রত্না কেডিয়া, (প্যাথোলজিস্ট, ইএসআই হাসপাতাল) ।


এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান আইনজীবী রাজেশ তেওয়ারি, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ ড: সন্দীপ ঘটক, আসানসোল বিধানচন্দ্র কলেজের অধ্যক্ষ ড: ফাল্গুনী মুখোপাধ্যায় , ব্যবসায়ী ও সমাজসেবী দীপক রুদ্র ছাড়াও আরও অনেকে।
ইএসআই হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুব্রত ঘোষাল রক্তদান করেন। রক্তদান শিবির শেষে ভোট অফ থ্যাঙ্কস জানান ডঃ পার্থ সারথি দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *