শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মন্ডলের দুঃসাহসিক কর্মকাণ্ড
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: অবশেষে মেঘনাথের দ্বারা বধ হতে হলো, দুষ্কৃতকারীদের , হ্যাঁ রবিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল সোনার গহনার দোকানে, ডাকাতদের সঙ্গে দুর্ধর্ষ ভাবে লড়াই করা, শ্রীপুর ফাঁড়ির আইসি, মেঘনাদ মন্ডলের দুঃসাহসিক কর্মকাণ্ড দেখে। তিনি এ দিন একা হাতে সশস্ত্র ৭ ডাকাত দলকে চ্যালেঞ্জ করে, সোনার গহনার দোকান থেকে, বন্দুকের নিশানায় তাদের একজনকে আহত করার পর, টানা অনুসরণ করে দুষ্কৃতী দলের মোকাবেলায় প্রানপন প্রচেষ্টা অবশেষে স্বার্থক হল।




সোনার গহনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটার বিষয় আন্দাজ করার পরেই সেই অংশে থাকা জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মন্ডল, কোন কাল বিলম্ব না করে সামান্য কয়েকটা বৈদ্যুতিন খুঁটি আড়াল করে লাগাতার নিজের বন্দুকের সব কটি গুলি শেষ করে। দুষ্কৃতিকারীদের আহত করে এলাকাছাড়া করে, পাশাপাশি অন্য সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তাদের লাগাতার তাড়া করতে থাকে তারা।

এই অভিযানে অল্প একটু সফল ও হয় পুলিশ প্রশাসন। দুষ্কৃতী দল ডাকাতি করে বিভিন্ন গহনা অলংকার লুট করে নিয়ে যাওয়ার সময় তাদের মুখোমুখি চ্যালেঞ্জ করে গুলির লড়াই চালিয়ে যায় মেঘনাথ মন্ডল নামের ওই আইসি এরপর বিভিন্ন অংশে ওই দুষ্কৃতি দল তাণ্ডব চালিয়ে, সাধারণ মানুষজন এদের ওপর চড়াও হয়ে কোথাও ছিনতাই কোথাও মারধর করে গা ঢাকা বিভিন্ন স্থানে তবুও শেষ রক্ষা হয় না। আজ সকালের ভয়াবহ সেই ডাকাতির পর দুষ্কৃতী দলের সেই আহত হওয়া ব্যক্তিকে শেষমেষ পুলিশ গ্রেফতার করতে পেরেছে বলেই জানিয়েছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ধ্রুব দাস।
এদিন এই ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন সচেতন হয়ে যায় ওদিকে দিকে চলে নাকা তল্লাশি তবে তার আগেই পুলিশের আধিকারিক গুলির লড়াই করে দুষ্কৃতি দলকে অনেকটাই কাব্য করে ফেলে। এরপরই রবিবার সন্ধ্যে নাগাদ মেলে সফলতা। পুলিশ অনুমান করছে ঝাড়খণ্ডের কোন একটি গাং এই সোনার দোকানে সুপরিকল্পিতভাবে ডাকাতি করার পরিকল্পনা করেছিল যা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ অনেকটাই বিফল করেছে বলেই দাবি করেছেন তারা। আগামীতে দুষ্কৃতিকারীদের আরো সকল সদস্যদের পুলিশ গ্রেফতার করতে পারে কিনা তা অবশ্য বলবে সময়। তবে এদিন লুটপাট করা কোন সামগ্রী উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেন নি প্রশাসন।