এথোড়া ওভার ব্রিজের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই, এক রাউন্ড ফায়ারিং !
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়ক এথোড়া ওভার ব্রিজের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।জানা যায় রবিবার সকাল সাতটা নাগাদ শেখ উসমান নামক ব্যক্তি নিজের মোটর সাইকেলে করে নিরসা থেকে চন্দ্রচুড়ের কাছে এক ভাটায় কাজে আসছিলেন।ঠিক সেই সময় এথোড়া ওভার ব্রিজের উপর তিনজন ছিনতাই কারী স্প্লেন্ডার প্লাস মোটর সাইকেল নিয়ে তাকে ধাবা করে তার এপাচি মোটর সাইকেলটি দাঁড় করায়।তারপর মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় ও মোবাইল ফোনটিও কেড়ে নেয়।













এবং শেখ উসমান অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় ও হওয়ায় এক রাউন্ড গুলি চালায়।ছিনতাইকারীরা তার মোটর সাইকেল ও মোবাইল নিয়ে চম্পট দেয়।ঘটনার অভিযোগ করা হয় সালানপুর থানায়।সালানপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

