আসানসোলে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার, অবসাদে আত্মহত্যা, অনুমান পুলিশের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পলাশ রায় ঝুলন্ত দেহ উদ্ধার হলো সোমবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে ঐ ব্যবসায়ী গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান। ব্যবসায়ীর এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই সবাই বিস্মিত ও হতচকিত হয়ে পড়েন। তৃণমূল কংগ্রেসের ৪৫ নং ওয়ার্ড এর সভাপতি র দায়িত্বেও ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে প্রচুর মানুষ ছুটে আসেন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।




তিনি ছেলে মেয়ে সহ এক পরিবার রেখে গেছেন বলে জানা গেছে। তার মূলত রডের পাইকারি ব্যবসা ছিল। তিনি আর্থিকভাবেও সচ্ছল ছিলেন। এদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর এক জায়গায় লোকজনের সাথে বসে চা খান। কিছুক্ষণ পর তিনি চলে যান। তারপর তার বাড়ির পাশে কেনা অন্য একটি বাড়িতে গিয়ে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
- डंपर की राख से प्रदूषण, विरोध प्रदर्शन कर रोड जाम
- SAIL ISP : BMS ने कर्मचारियों के लिए PME शुरू करने की मांग की
- কাজী নজরুল বিমানবন্দরে মিস ফায়ার কার্তুজ সহ এক গ্রেপ্তার
- Andal Airport पर धनबाद निवासी गिरफ्तार, मिस फायर कारतूस बरामद
- संपर्क ऑनलाइन फिनसर्व LLP को मिला प्रतिष्ठित पुरस्कार – “वर्ष की सबसे विश्वसनीय वित्तीय योजना फर्म”