আসানসোলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় হোটেল কর্মীর মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক হোটেল কর্মীর। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের সড়াকডিহি মোড়ের কাছে। আসানসোলের বনসড়াকডিহির বাসিন্দা মৃত হোটেল কর্মীর নাম দীপু পরমানিক (৫৭)। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে হোটেল কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, বনসড়াকডিহি গ্রামের বাসিন্দা দীপু পরমানিক বাড়ির অদূরে ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া সড়াকডিহি মোড়ের কাছে একটি হোটেলে কাজ করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তিনি কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। সেই সময় কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে। পরিবারের সদস্যরাও খবর পেয়ে ছুটে আসেন। এরপর আহত হোটেল কর্মীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
- পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা, জায়গা পেলো বেশ কিছু নতুন মুখ
- Paschim Bardhaman TMC ब्लॉक कमेटियों की घोषणा, नई बोतल में पुरानी शराब
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट
- দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
- SAIL ISP क्षमता विस्तार की दिशा में बड़ा कदम, नई एलडीसीपी हेतु अनुबंध पर हस्ताक्षर किए