পান্ডবেশ্বর ব্লকে পানীয়জলের সমস্যার সমাধান, বিডিও অফিসে বিধায়কের উপস্থিতিতে বৈঠক
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার জল সমস্যার সমাধানে ” জল জীবন মিশন ” নিয়ে বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে মঙ্গলবার বৈঠক করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় ইসিএলের কয়লাখনি হওয়ার ফলে গ্রীষ্মকালীন জল সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। তাই এই জল সমস্যার সমাধানের জন্য পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকদের সাথে পাণ্ডবেশ্বর ব্লকের সব পঞ্চায়েত প্রধানদের নিয়ে এদিনের এই বৈঠকটি হয়।




এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কিরিটি মুখোপাধ্যায় সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা।
এই প্রসঙ্গে বিডিও বৃষ্টি হাজরা বলেন, গ্রীষ্মকালে পাণ্ডবেশ্বর প্রত্যেকটি এলাকায় জলের ট্যাঙ্কার করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় সব বাড়িতে বাড়িতে কল পৌঁছে গেছে। আগামী দিনে জল পড়তে শুরু হবে। তিনি বলেন, ইসিএলের খনি সম্প্রসারণের ফলে জলস্তর অনেকটাই নিচে নেমে যায়। তাই কিছুটা জল সমস্যা তৈরি হয়। তবে ব্লক প্রশাসন জল সমস্যার সমাধান ও গোটা পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর রয়েছে।
- रेडलाइट एरिया से दो बांग्लादेशी युवती, दलाल गिरफ्तार, मिला फर्जी आधार
- নিষিদ্ধপল্লীতে আটক সন্দেহভাজন বাংলাদেশি দুই যুবতী সহ দালাল
- দুর্গাপুরে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর, কাঁদানে গ্যাস
- Asansol : Sri Chaitanya Techno School का उद्घाटन, बंगाल का दसवां, फ्री एडमिशन
- রূপনারায়নপুরে চুরির ঘটনায় সাফল্য গ্রেফতার দুই দুষ্কৃতি