বড়সড় দুর্ঘটনার ডাক দিচ্ছে মাইথনের অমর ঝর্ণা,গরম থেকে স্বস্তি পেতে ডেঞ্জার জোনে স্নান করতে যুবকদের ভিড়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তি পেতে সালানপুর ব্লক সহ দূর-দূরান্ত থেকে যুবকদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে মাইথনের অমর ঝর্ণায়।প্রতি বছর এই ঝর্ণায় দুর্ঘটনা ঘটতে থাকে।ডিভিসি এবং পুলিশের তরফে অমর ঝর্ণা যাবার রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।তার পরেও প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তি পেতে সাধারণ মানুষ ছুটে আসছে অমর ঝর্ণায়।সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ তৈরির পর এক প্রকার ওয়েস্ট জল বের হয়ে বরাকর নদীতে মিশে।জলের টান প্রচুর।কিন্তু সেই জায়গার নাম সাধারণ মানুষের দেওয়া অমর ঝর্ণা।
প্রতি বছর এই জায়গায় মানুষের প্রাণ যায়।আগের বছর আসানসোল থেকে ঘুরতে এসে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।কিন্তু সাধারণ মানুষ এই ডেঞ্জার জোনকে নিজেদের মজার স্থান হিসিবে গড়ে তুলেছে।আর কিছু ফটোগ্রাফার ও ব্লগার এসে ভিডিও করে সাধারণ মানুষের কাছে প্রচার করে চলেছে এখানে আসার জন্য।তবে অনেকেই হয়তো জানেন না এটা একটা ডেঞ্জার জোন।এখানে স্নান করতে গিয়ে অনেক মানুষের প্রাণ গেছে।ডিভিসি কর্তৃপক্ষ ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের উচিত ওই জায়গায় কাউকে না যেতে দেওয়া।কিন্তু তারাও কোনো উদ্যোগ নেয় না।তাদের উদ্যোগ চোখে পড়ে কিছু দুর্ঘটনা ঘটার পর।কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে।মানুষের প্রাণ বাঁচাতে হলে সম্পূর্ণ ভাবে এই রাস্তা বন্ধ করার দাবি জানিয়ে লেফ্ট ব্যাংক অঞ্চলের মানুষ।স্থানীয় মানুষের অভিযোগ তারা বারণ করলেও তাদের কথায় কেউ কান দেয়না।তবে পুলিশ যদি উদ্যোগ নেই হয়তো আর মানুষের প্রাণ যাবে না।নাকি প্রতি বছরের মত এইবারও দুর্ঘটনার ডাক দিচ্ছে মাইথনের অমর ঝর্ণা।
- SAIL ISP हजारों ठेका श्रमिक लगेंगे, स्थानीय को मिले प्राथमिकता
- जल नहीं बचा तो जीवन को कैसे सुरक्षित करेंगे : यशोदा नंदन जी महाराज
- डीओ सिंडिकेट की तर्ज पर वसूली मांगने का आरोप, गिरफ्तार
- Coal Smuggling Case ट्रायल के पहले दिन 2 कोल इंडिया अधिकारियों की गवाही
- আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোক্তা, ২৩ জানুয়ারি প্রয়াত বুলু চ্যাটার্জীর স্মৃতিতে ম্যারাথন