ADDA চেয়ারম্যান হলেন কবি দত্ত
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: (ADDA চেয়ারম্যান হলেন কবি দত্ত) আসানসোল – দুর্গাপুরের ব্যবসায়ী এবং এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সম্ভবত এই প্রথম কোনো অরাজনৈতিক ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। কবি দত্তকে চেয়ারম্যান করায় শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। উল্লেখ্য, রানিগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি এডিডিএ-এর চেয়ারম্যান ছিলেন।
কবি দত্তকে এডিডিএ-এর চেয়ারম্যান করার বিষয়ে, এসবিএফসিআই-এর সাধারণ সম্পাদক জগদীশ বাগদি, ক্রেডাই-এর বিনোদ গুপ্ত, শিল্পপতি বিজয় শর্মা, কোলফিল্ড টিম্বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় তিওয়ারি, ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায়, অজয় খৈতান, পবন গুটগুটিয়া, আসানসোল চেম্বার অফ কমার্স এর সম্পাদক শম্ভুনাথ ঝা, উপদেষ্টা নরেশ আগরওয়াল, প্যাটেল সমাজের আশিস প্যাটেল, গুজরাটি সমাজের সভাপতি নিখিলেশ উপাধ্যায়, শিখ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সুরজিত সিং মক্কর, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল, সতপাল সিং কীর প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।
- আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী ইউপিএসসি ” আইএসএস তে দেশের সেরা
- UPSC ISS TOPPER Asansol का सिंचन
- Asansol अस्थाई सफाई कर्मियों के वेतनवृद्धि पर सहमति बनी
- सातग्राम डिपो कोयला चोरी मामले में 14 दिन बाद भी नहीं हुई गिरफ्तारी, मुख्य आरोपी फरार, ऑडियो क्लिप मिला
- Howrah Chord Line आज से 3 दिन तक ट्रेनों का परिचालन प्रभावित