RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে দামোদর নদে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News ) রানীগঞ্জের দামোদর নদে একদল বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ঘটে এই ঘটনা। নিখোঁজ যুবক বছর বাইশের শেখ ফাইয়াজ রানীগঞ্জের গির্জা পাড়ার বাসিন্দা ছিল বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন ৬-৭ জন বন্ধু মিলে দামোদর নদে তারা স্নান করতে যায়। এরই মধ্যে এক বন্ধু স্নান করতে নেমে জলে তলিয়ে গেলে তাকে জল থেকে তুলে আনতে দামোদর নদের জলে নামতেই জলের গভীরে তলিয়ে যায় শেখ ফাইয়াজ।

সঙ্গে থাকা বন্ধুরা এই বিষয়টি লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে তারা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষজন বিষয়টি লক্ষ্য করেই রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে এই ঘটনার খবর দিলে পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এই সময় জোর কদমে উদ্ধারের জন্য তৎপর হয়েছে। জানা গেছে গির্জা পাড়া থেকেই ওই ৬-৭ জন যুবকের দল আজ স্নান করতে গিয়ে ব্রিজের কাছে জলের আধিক্য লক্ষ্য করে সেখানে গিয়ে স্নান করতে নামার সময় ঘটে এই বিপত্তি। এই সময় বল্লভপুর ফাঁড়ির পুলিশ ঘটনা স্থল ঘিরে ওই যুবকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। ডাকা হয়েছে বিপর্যয় মোকাবেলা দলের সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *