রানীগঞ্জে জাতীয় সড়কের মাঝে রড বোঝায় লরিতে আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝে ওভার ব্রিজের ওপর রাত্রি প্রায় দশটা নাগাদ একটি রড বোঝায় ১২ চাকার লরি জাতীয় সড়কের ওপরে আগুন ধরে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জাতীয় সড়কে। এদিন আগুন লেগে যাওয়া ওই লরিটি জাতীয় সড়কের ওভার ব্রিজ ধরে পেট্রোল পাম্পের সামনে ডিভাইডারের ব্যারিকেট ভেঙে তা রাস্তার ধারে আছড়ে পড়ে, আর এরই মাঝে গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক ও খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয়।




এই ঘটনায় স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে এ বিষয়ে খবর দিলেই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনার ফলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। জানা গেছে ওই লরিটিতে লোহার রড বোঝাই করে আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল লরিটি। এই ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে দাঁড়িয়ে পাঞ্জাবি মোড় পার্টির পুলিশ এর সাথে সাথেই রানীগঞ্জের বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা ঘটনা ফলে এসে বিষয়টি লক্ষ্য করেন।
তিনি এদিন দাবি করেছেন এই আগুন লেগে যাওয়া লরিটি যদি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পেট্রোল পাম্পের অভিমুখে চলে যেত তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো তা অবশ্য এই ব্যারিকেডের মধ্যে ওই লরিটি আঘাত করায় কোন রকম রুখে দেওয়া গেছে। উল্লেখ্য জাতীয় সড়কের এই স্থানে আগুন লাগার ঘটনায় প্রথম নয় এর আগেও বেশ কয়েক দফায় এই অংশেই আগুন লাগার ঘটনা ঘটেছে। কেন বারংবার এই অংশেই আগুন লাগার ঘটনা ঘটতে দেখা যায় তা নিয়েই অনেকে প্রশ্ন করেছেন।