রানীগঞ্জে ইউকো ব্যাংকের পেছনে জঙ্গলে বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ। : রানীগঞ্জের 93 নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ইউকো ব্যাংকের পেছনে এক পুকুরের পাশে জঙ্গলে এক মাঝ বয়স্ক ব্যক্তির দেহ উপরে থাকার বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন রানীগঞ্জ থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার ফলে পৌঁছে দেহ উদ্ধার করতে তৎপর হয়।




স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন ভবঘুরে ওই জঙ্গল এলাকায় গিয়ে পড়ে যাওয়ার কারণে ঘটে এই বিপত্তি। তবে কি কারনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে সন্ধিহান রয়েছে সকলে। এ সময় এলাকার অসংখ্য মানুষজন ওই অজ্ঞাত ব্যক্তির দেহ দেখতে ভিড় জমাচ্ছে এলাকায়। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
- পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা, জায়গা পেলো বেশ কিছু নতুন মুখ
- Paschim Bardhaman TMC ब्लॉक कमेटियों की घोषणा, नई बोतल में पुरानी शराब
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट
- দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
- SAIL ISP क्षमता विस्तार की दिशा में बड़ा कदम, नई एलडीसीपी हेतु अनुबंध पर हस्ताक्षर किए