রানীগঞ্জে ইউকো ব্যাংকের পেছনে জঙ্গলে বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ। : রানীগঞ্জের 93 নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ইউকো ব্যাংকের পেছনে এক পুকুরের পাশে জঙ্গলে এক মাঝ বয়স্ক ব্যক্তির দেহ উপরে থাকার বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন রানীগঞ্জ থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার ফলে পৌঁছে দেহ উদ্ধার করতে তৎপর হয়।




স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন ভবঘুরে ওই জঙ্গল এলাকায় গিয়ে পড়ে যাওয়ার কারণে ঘটে এই বিপত্তি। তবে কি কারনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে সন্ধিহান রয়েছে সকলে। এ সময় এলাকার অসংখ্য মানুষজন ওই অজ্ঞাত ব্যক্তির দেহ দেখতে ভিড় জমাচ্ছে এলাকায়। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
- ইস্কো আধুনিকীকরণের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিপত্র দেওয়া হলো কেন্দ্রীয় স্টিল মন্ত্রীকে
- গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
- ২১ শে জুলাই ধর্মতলা চলো”র সমর্থনে আসানসোলে তৃনমুল কংগ্রেসের মিছিল, প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
- দুর্গাপুরে মার্কোনি দক্ষিণপল্লীর দূর্গা পূজার ও বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো ” উর্বশী ” র খুঁটিপুজো
- रेलपार में रक्तदान शिविर, मंत्री ने बढ़ाया उत्साह