রানীগঞ্জে ইউকো ব্যাংকের পেছনে জঙ্গলে বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ। : রানীগঞ্জের 93 নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ইউকো ব্যাংকের পেছনে এক পুকুরের পাশে জঙ্গলে এক মাঝ বয়স্ক ব্যক্তির দেহ উপরে থাকার বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন রানীগঞ্জ থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার ফলে পৌঁছে দেহ উদ্ধার করতে তৎপর হয়।




স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন ভবঘুরে ওই জঙ্গল এলাকায় গিয়ে পড়ে যাওয়ার কারণে ঘটে এই বিপত্তি। তবে কি কারনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে সন্ধিহান রয়েছে সকলে। এ সময় এলাকার অসংখ্য মানুষজন ওই অজ্ঞাত ব্যক্তির দেহ দেখতে ভিড় জমাচ্ছে এলাকায়। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
- জামুড়িয়ায় বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙা , জরিমানা আদায় করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে আসানসোল পুরনিগম
- আসানসোল পুরনিগমে বাংলা সহায়তা কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্বোধন
- দুর্গাপুরের বাজারে আচমকাই রাজ্যপাল, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, কিনলেন সবজি, খেলেন চা
- Asansol : जुर्माना से अवैध निर्माण वैध कैसे, हाईकोर्ट की फटकार, मेयर की मैराथन बैठक
- नगर निगम के सेवानिवृत कर्मियों की विदाई