PANDESWAR-ANDAL

শেষ হলো তিন দিনের যোগা মহাউৎসব

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : শেষ হলো তিনদিনের যোগা মহা উৎসব । ইসিএল এর বাংকোলা এরিয়া ও আর্ট অফ লিভিং এর যৌথ উদ্যোগে বুধবার উৎসবের সূচনা হয়েছিল বাঁকোলা এরিয়া গুলমোহর ক্লাব প্রেক্ষাগৃহে । শেষ হলো শুক্রবার রাতে । তিনদিনের যোগা উৎসবে যোগ দিয়েছিলেন ১২০ জন । উপস্থিত ছিলেন বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, আর্ট অফ লিভিং এর এপেক্স সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা ।

বুধবার বিশ্ব যোগা দিবসে সকালে যোগাসনের পাশাপাশি রাতে বেলায় ছিল যোগ বিষয়ক নাচ, নাটক, যোগাসনের উপকারিতা সম্পর্কে সেমিনার সহ একাধিক অনুষ্ঠান । সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএল এর সিএমডি সমীরন দত্ত সহ ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকেরা । সঞ্জয় কুমার সাহু বলেন নিয়মিত যোগাসন করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি একাধিক রোগের উপশম সম্ভব হয় । যোগাসন সম্পর্কে সকলকে উৎসাহিত করতেই এই মহা উৎসবের আয়োজন বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *