কাউন্সিলরের গ্রেপ্তারির দাবিতে প্রাক্তন কাউন্সিলরের নেতৃত্বে থানা ঘেরাও
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নাদিম আখতার (বাবলু)তার বিরুদ্ধে অভিযোগ যে তার কিছু লোকজন মিলে রোহিত পান্ডে নামে এক যুবককে বিগত কয়েকদিন আগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।এরপর ঐ যুবক কুলটি থানায় অভিযোগ দায়ের করতে গেলে কুলটি থানার পুলিশ অভিযোগ নিতে চাইনি বলে জানান ঐ যুবক।যদিও আবার পুনরায় ১৭দিন পর অভিযোগ দায়ের করা হলেও নাদিম আখতার কে গ্রেফতার করা হয়নি তারই প্রতিবাদে
তৃণমূলের নেতা ও প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনের নেতৃত্বে তৃণমূলের ঝান্ডা হাতে থানার সামনে বিক্ষোভ দেখায়।
আখতার হোসেন বলেন নাদিম আখতার (বাবলু )কুলটি থানার পুলিশ নাদিম আক্তার নাম পরিবর্তন করে অভিযোগ পত্রে বাবলু কুরেশি নাম করেছে।এদিন তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এও বলেন নাদিম আখতার (বাবলু )তিনি কোনো দল নেই সে নির্দল করে।অপর দিকে বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেস সভাপতি বিমানদত্ত বলেন কিজন্য করেছে এইটা বলতে পারছিনা দলের কোনো অনুমতি নেই বিষয়টি শুনলাম ব্লক সভাপতি কে জানাবো।তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃর্ণমুল কংগ্রেসের কাউন্সিলার।