DURGAPUR

দূর্গাপুরে দখলদারদের সরে যেতে মাইকিং, মুখ্যমন্ত্রীর কড়া  বার্তার পরেই তৎপর আড্ডা

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Miking By ADDA In Durgapur City Center )   একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েট কড়া নির্দেশ,  অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই কবি দত্ত ঘোষণা করেছেন অবৈধ দখলদার উচ্ছেদ হবে। নিয়ম মেনে করা হবে অভিযান হবে বলে জানিয়েছেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত।


সোমবারই রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান, মেয়র ও পুর আধিকারিকদের নিয়ে নবান্নের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি জমিতে দখলদারি কিছুতেই মানা হবে না। আর সেই মতো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এলাকা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ দখলদারী উচ্ছেদের ঘোষণার কথা হয়েছে।

মাইকিংয়ের মাধ্যমে যে সকল সরকারি জমিগুলিতে অবৈধ দখল করে দোকানপাট বানিয়েছেন, তাদেরকে অবিলম্বে সেই দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। নচেৎ প্রশাসনের তরফ থেকে সেগুলিকে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *