BARABANI-SALANPUR-CHITTARANJAN

পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তদন্তে ব্লক প্রশাসন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের চিত্তরঞ্জন থেকে আসানসোল যাবার ফরেস্ট অফিসের ঠিক উল্টোদিকে প্রধান রাস্তার পাশেই অবস্থিত একটি সুবিশাল জল হীন পুকুরকে অবৈধভাবে ভরাট করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা সেই অভিযোগ এর ভিত্তিতে
ব্লক প্রসাশন তদন্তে নামেন ।

ঘটনা সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ানপুরে।রূপনারায়ানপুর অঞ্চলের মানুষের ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানাই কী রূপনারায়ানপুর রেল ব্রিজের নিচের জমিতে পুকুর ভরাট করা হচ্ছে।সেই অভিযোগের ভিত্তিতে বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও ব্লকের বিএলআরও এবং রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যৌথভাবে তদন্ত শুরু করে।
স্থানীয় ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাসের বক্তব্য, রূপনারায়নপুর মৌজার জে এল নম্বর ৩৬, দাগ নম্বর ১৯৮ এর যে জমিটি রয়েছে সেটি মিলন কান্তি হালদার নামক এক ব্যক্তি নিজস্ব জমি।
এটি রেকর্ডে কোনদিনই পুকুর ছিল না এটি একটি নিচু জমি।জমির রেকর্ডে বাইদ বলে উল্লেখ রয়েছে।

জমির মালিকের বক্তব্য তার কাছে সবই বৈধ কাগজ রয়েছে তাই সে জমির কাজ করছিল। বর্তমানে সংশ্লিষ্ট জমির নির্মাণ কার্য শুরু করার আগে কোর্টের অর্ডার এলাকার পঞ্চায়েত দফতরে দেখিয়েছে বলে তিনি দাবি জানান ।তিনি বলেন এটি একটি বাইদ জমি তার জমির উপর নির্মাণ কাজ করার জন্যেই জমির মাটি লেবেলিং করছেন ।

Leave a Reply