লাউদোহা এস আই অফিসে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের ডেপুটেশন
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রমূলক আঁতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাকে তৃণমূল পন্থী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠন বুধবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা এসআই অফিসে ডেপুটেশন দিল । এদিন বেলা এগারোটা থেকে লাউদোহা এসআই অফিস সংলগ্ন মাঠে ডেপুটেশন কর্মসূচি হয় । কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার ১৫ টি চক্রের সংগঠনের প্রায় সাত থেকে ৮শো শিক্ষক শিক্ষিকা । সংগঠনের পক্ষে নুরুল হক, জয়ন্ত কর্মকার, দেবারতি সিনহা রা জানান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক পরিবেশ গঠন আমাদের উদ্দেশ্যে । আমরা চাই বিদ্যালয় গুলিতে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা রাখা হোক ।




পড়াশুনা, মিড ডে মিল, শিক্ষকদের হাজিরা সহ অন্যান্য বিষয়গুলি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন । পাশাপাশি তারা ডিএ আন্দোলনকারীদের সমালোচনাতে একযোগে সরব হন । বলেন শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষাদান করা । কিন্তু কিছু শিক্ষক সেই কাজে অনুপস্থিত থেকে আন্দোলনে যোগ দিয়েছেন । ফলে বিদ্যালয় গুলিতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে । আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তারা । পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের সাথে কর্পোরেট সংস্থার যোগসাজশের রয়েছে বলে অভিযোগ করেন । বলেন আন্দোলনকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে । যাতে অভিভাবকেরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হন ।
- Asansol Fake Lottery भारी मात्रा में जब्त, 6 हिरासत में
- আসানসোলে পানীয়জল সরবরাহ থেকে ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা
- দুর্গাপুরে কারখানায় কর্মীর মৃত্যু, শ্রমিক সংগঠনের মধ্যস্থতায় ছেলে পেলো চাকরি, মিললো ক্ষতিপূরণ
- নিয়ামতপুরে জুতো দোকানের গোদামে আগুন
- চোরের খোঁজ করে রানীগঞ্জ থানা উদ্ধার করল চুরি যাওয়া সামগ্রী, নগদ