RANIGANJ-JAMURIA

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কোলিয়ারির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ইসিএল এর কোনস্তুরিয়া এরিয়ার মহাবীর কোলিয়ারির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো সেখানের খনি আবাসন এলাকার কয়েকশো বাসিন্দা। বিক্ষোভকারীদের দাবি প্রায় তিন মাস ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে দিনে 8-10 ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ, আর তার সাথেই এলাকায় ব্যবহার যোগ জল যা ইসিএল দ্বারা সরবরাহ করা হয় তাও দীর্ঘ প্রায় ৫-৬ দিন ধরে বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছে এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার এই দাবিতেই তারা কোলিয়ারী কার্যালয় ঘেরাও করে কোলিয়ার ির ইঞ্জিনিয়ার কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি তারা এই বিষয় নিয়ে বারংবার ই সি এল কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও কোন কাজের কাজ হয়নি তাদের দাবি বহু ক্ষেত্রে তারা লিখিত অভিযোগ জানানোর পরও মেটেনি সমস্যা। এই দাবি তুলেই তারা বিক্ষোভ দেখিয়ে এই বিষয়ে কোনো সঠিক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ না হলে আগামীতে তারা ই সি এল এরিয়া কার্যালয় ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেই দাবি করেন। এদিন এলাকার সাধারণ মানুষ জনদের সাথেই তৃণমূল শ্রমিক সংগঠনের নেত্রী স্থানীয়দেরও লক্ষ্য করা যায় এই বিক্ষোভ আন্দোলনে থাকতে।

Leave a Reply