খান্দরাতে জলের পাইপলাইন সংযোগ কেটে দেওয়াই বিক্ষোভ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পানীয় জলের পাইপলাইনের সংযোগ কেটে দেওয়া নিয়ে ছড়ানো উত্তেজনা । ইসিএল এর পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা । শনিবার সকালে ঘটনাটি ঘটে খানদরা কোলিয়ারিতে ।
খান্দরা কোলিয়ারি এলাকার জলধর পাড়াতে পানীয় জলের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল ইপিএলের বিরুদ্ধে । বাসিন্দারা জানান এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাশাপাশি ইসিএল এর পাইপ লাইনের সংযোগ রয়েছে এলাকাতে । দিন পাঁচেক আগে ঝড় বৃষ্টির সময় গাছ পড়ে ক্ষতি হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনে । কয়েকদিন আগে মেরামতির কাজ হলেও গতকাল কেউবা কারা সেই পাইবে ছিদ্র করে দেয় । ফলে সেই পাইবে জল আসছে না । এলাকায় বিকল্প ব্যবস্থা হিসাবে রয়েছে ইসিএলের পাইপলাইনের সংযোগ ।
শনিবার ভোরে ইসিএলের নিরাপত্তারক্ষী এসে সেই লাইনের সংযোগ কেটে দিয়ে যাই । ফেলে জল আসার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এলাকাতে । ইসেলের পাইপলাইনের সংযোগ ফের জোড়ার দাবিতে শনিবার সকাল সাতটা থেকে কোলিয়ারির পরিবহন আটকে বিক্ষোভ সামিল বাসিন্দাদের একাংশ । ঘন্টাখানেক পর কোলিয়ারী কর্তৃপক্ষের আশ্বাসে উঠে যাই বিক্ষোভ ।