ASANSOL

রানিগঞ্জের ডাকাতির মাস্টার মাইন্ড বিহার জেল থেকে আসানসোলে কুখ্যাত দূষ্কৃতি সুবোধ সিং

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত :  বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিংকে রবিবার সকালে আসানসোলে নিয়ে আসা হলো। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। গত ৯ জুন আসানসোলের রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির হয়েছিলো। সেই ঘটনার  মাস্টারমাইন্ড এই সুবোধ সিং বলে পুলিশ মনে করছে। সেই সুবোধ সিংকে এদিন পাটনার বেউর জেল থেকে নিয়ে এসে আসানসোলের আদালতে পেশ করা হয়েছে। 

পুলিশ রানিগঞ্জের ডাকাতির ঘটনার ঘটনার তদন্তে আদালতের কাছে ১৪ দিনের  হেফাজতে নেওয়ার আবেদন করেছে বলে জানা গেছে। আদালতে পেশ করার আগে সুবোধ সিংকে আসানসোল জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছিলো। জেলা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য নথি পুলিশের তরফে পেশ করা হয়েছে। হাইপ্রোফাইল এই দূষ্কৃতির জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপ করা হয়েছিলো। একাধিক পুলিশ কর্মী তার সঙ্গে ছিলো।
প্রসঙ্গতঃ, রানিগঞ্জের ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৪ জনই বিহারের।
তবে, পুলিশ সূত্রে জানা গেছে, এই সুবোধ সিং শুধু রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির নয়,  আরো একাধিক ঘটনার পেছনে রয়েছে। জেলে বসেই সে এইসব করতো।

Leave a Reply