সূর্যসেন পার্ক নাগরিক সংঘের পরিচালনায় রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোলের সূর্যসেন পার্ক নাগরিক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির 30 শে জুন রবিবার বিকেল পাঁচটার সময়। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন স্বামী আত্মনাথানন্দ বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন। মহারাজ রক্তদানও করেছেন।



গৌরবময় উপস্থিতি রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী, শিল্পপতি বিজয় শর্মা, সংঘের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সম্পাদক প্রণব হীরা, । 69 জন রক্ত দান করেছে। এ রক্তদান শিবির উপলক্ষে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ।
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार
- আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ