আসানসোলে বেপরোয়া কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং সিআইডিকে দেখে নেওয়ার হুমকি, থানায় অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আরো বেপরোয়া বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। অন্য কাউকে নয়, এবার সরাসরি এই গ্যাংস্টার দেখে নেওয়ায় হুমকি দিলো রাজ্য পুলিশের সিআইডিকে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার চত্বরে। জানা গেছে, সিআইডির যে সাব ইন্সপেক্টর বা এস আই ২০২২ সালের রানিগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার মামলার তদন্তকারী অফিসার বা আইও এবং তার সঙ্গে থাকা অন্য এক অফিসারকে সুবোধ সিং এই হুমকি দিয়েছে। ইতিমধ্যেই সিআইডির তরফে গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করেছে।
স্বাভাবিক ভাবেই কুখ্যাত গ্যাংস্টারের এই হুমকির ঘটনা জানাজানি হওয়ার পরে, রাজ্য পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিআইডির উচ্চ পদস্থ আধিকারিক ইতিমধ্যেই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস এদিন বিকেলে বলেন, একটা অভিযোগ রাজ্য পুলিশের সিআইডির তরফে আসানসোল দক্ষিণ থানায় করা হয়েছে। তাতে বলা হয়েছে সুবোধ সিং নামে এক দূষ্কৃতি অফিসারদের হুমকি দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানা গেছে, এদিন দুপুর একটার পরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রিজন ভ্যানে করে আসানসোল কোর্ট থেকে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে আনা হয় সুবোধ সিংকে। ভ্যান থেকে তাকে নামিয়ে যখন জেলে ঢোকানো হচ্ছিলো, তখন সে পাশে থাকা রানিগঞ্জের মামলার তদন্তকারী অফিসার ও অন্য এক অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর ঐ দুই অফিসার সিআইডির উচ্চ পদস্থ আধিকারিকদের গোটা ঘটনাটি বলেন। তাদের নির্দেশ মতো তারা গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।