আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে শুরু অত্যাধুনিক রোবোটিক সার্জারি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সময়ের সাথে উন্নত থেকে উন্নততর হচ্ছে। এবার আসানসোল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে রোবোটিক সার্জারির মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা শুরু হল।
দেশের প্রখ্যাত সার্জন ডাঃ সুধীর শ্রীবাস্তব বুধবার মুম্বাই থেকে অনলাইনে একটি সেমিনারের আয়োজন করে হাসপাতালে এই ব্যবস্থা চালু করেন। ডাঃ শ্রীবাস্তব এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এই পদ্ধতির মাধ্যমে ১৪০০ টি অপারেশন করার রেকর্ড তৈরি করেছেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/07/img-20240703-wa01708550301715265099215-500x281.jpg)
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হাসপাতালের সিএমডি ডাঃ অরুণাংশু গাঙ্গুলি বলেন, হেলথওয়ার্ল্ড আসানসোলের প্রথম হাসপাতাল যেখানে রোবটের মানুষের উপর অস্ত্রোপচার করা হবে। এই সিস্টেমের মাধ্যমে সব ধরনের সার্জারি বিশেষত: কঠিনতম হার্ট সার্জারি করা সম্ভব। এই সার্জারীর জন্য মানুষকে কলকাতায় যেতে হতো। এখন মানুষ সাশ্রয়ী মূল্যে তাদের নিজস্ব শহরে রোবটিক সার্জারি করাতে পারেন। ডাঃ গাঙ্গুলি আরও বলেন যে, হেলথওয়ার্ল্ডে, প্রতিটি বিভাগে মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এখন আর ভালো ও সাশ্রয়ী চিকিৎসার জন্য মানুষকে কোথাও যেতে হবে না। হেলথওয়ার্ল্ড হাসপাতালে সবরকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এবং ভবিষ্যতে আরও অনেক কিছু পরিষেবা প্রদান করা হবে।
ডাঃ শ্রীবাস্তব, যিনি অনলাইন রোবোটিক সার্জারি শুরু করছেন, আসানসোলের মানুষকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং বলেন যে আসানসোলের মতো একটি শহরের জন্য এটি একটি দৃষ্টান্ত স্থাপন করা হল। এই সেমিনারে ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক পারিদা, ডাঃ শমিত দাঁ, কার্ডিয়াক সার্জন ডাঃ দেবাশীষ সাহু, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ঝিলম মুখোপাধ্যায়, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ হিমাংশু গুপ্ত, জেনারেল সার্জন ডা. সুমিকেশ আনন্দ, অনকো গ্যাস্ট্রো সার্জন ডাঃ বিজয় আব্রাহাম, ইউরোসার্জন ডাঃ অমিত কুমার,ডাঃ নিশা, ডাঃ স্বাগতা,ডাঃ দেবাশীষ সাহা,
প্রমুখ উপস্থিত ছিলেন। তারা সবাই ওই সেমিনারে উপস্থিত মানুষকে চিকিৎসা ক্ষেত্রে এই ব্যবস্থা সম্পর্কে বিশেষ ভাবে অবহিত করেন।