RANIGANJ-JAMURIA

এক বছর ধরে বায়োমেট্রিকে ছাপ নিয়েও রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : এবার ফের জামুরিয়া ব্লকেই উঠল রেশন দুর্নীতির অভিযোগ। এবার রেশন গ্রাহকেরা দাবি করলেন এক বছর ধরে তাদের কাছে বায়োমেট্রিকে ছাপ নিয়েও তাদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দিয়ে তাদের রেশন সামগ্রী  পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের, পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, অবস্থিত খনি আবাসনের মধ্যেই থাকা ৩০ নম্বর রেশন শপে আসা ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের ঘিরে ধরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর নেতৃত্বে বিক্ষোভ দেখালো সেখানে রেশন গ্রাহকেরা।

এলাকার মানুষজন এদিন দাবী করেছেন দীর্ঘ প্রায় এক বছর ধরে, তাদের নানা টালবাহানায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত করে চলেছেন ওই রেশন দোকানের বর্তমানে রেশন সামগ্রী  সরবরাহ করার দায়িত্বে থাকা রেশন ডিলার তুষার কান্তি ঘোষ। এখানে ওই দোকানে গিয়ে লক্ষ্য করা যায় কয়েক  বস্তা মাত্র রেশন সামগ্রী রয়েছে, আর গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় ৭০০ বেশি। আর এই সকল সামগ্রী সরবরাহ করতে তাকে ব্যাপক পরিমাণে রেশন সামগ্রী মজুদ করা দরকার রয়েছে তারপরও সে শুধু তার কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনদের কাছে আঙ্গুলের ছাপ নিয়ে রশিদ কেটে তাদের ধরিয়ে দিলেও রেশন সামগ্রী তাদের দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না বলেই দাবি করেন, এলাকাবাসীদের সাথেই এই আন্দোলনের নেতৃত্বে থাকা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদিপ সিং।

যদিও এ বিষয়ে এই রেশন দোকান পর্যবেক্ষণে এসে খাদ্য নিয়ামক দপ্তরের সাব ইন্সপেক্টর জানান বেশ কিছু গরমিল এসে তিনি লক্ষ্য করেছেন আর তার সাথেই এক বছর ধরে রেশন পাননি বলেই রেশন গ্রাহকদের কাছে অভিযোগ ও তিনি শুনলেন যা তিনি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই জানান। তবে হতাশ রেশন গ্রাহকেরা এ দিনও রেশন পাওয়ার আশায় রেশন দোকানে হাজির হলেও তাদের কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *