PANDESWAR-ANDAL

টোটোদের মানতে হবে ১-লা আগস্ট থেকে ই-রিক্সা নয়া সরকারি নিয়ম

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অবৈধ ই-রিক্সা টোটোর রাস টানতে এবার লাগু হতে চলেছে আর টি ওর নয়া নিয়ম । ই-রিকশো টোটো রাস্তায় চালাতে হলে এবার থেকে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স থাকতে হবে । যেসব রুটে বাস মিনিবাস ও বৈধ ই-রিক্সা চলাচল করে, সেই রুটে ১-লা আগস্ট থেকে অবৈধ ই-রিক্সা বা টোটো চলাচল করা যাবে না । ই-রিক্সা টোটো কেবলমাত্র চলাচল করতে পারবে আরটিও এবং এআরটিও দ্বারা নির্ধারিত রুটে । ১-লা আগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে । নিয়ম ভঙ্গকারী ই-রিক্সা টোটোর মালিক ও চালকের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরটিও ।

শনিবার অন্ডাল থানার বিভিন্ন এলাকায় অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নয়া নিয়মের নির্দেশিকা সম্পর্কে ই-রিকশা ও টোটো মালিক ও চালকদের সচেতন করতে মাইকিং করা হয় । সকলকে নয়া নিয়মের ব্যাপারে সচেতন করতে ধারাবাহিকভাবে এলাকাতে মাইকিং করা হবে বলে জানান অন্ডাল ট্রাফিক গার্ড এর এক আধিকারিক । নতুন নিয়মের কথা জেনে চিন্তায় পড়েছেন টোটো মালিক ও চালকদের একাংশ । কোথায় কিভাবে টোটোর রেজিস্ট্রেশন, চালকের লাইসেন্স করাতে হবে সেই ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছেন টোটো মালিক ও চালকদের অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *