ASANSOL

আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, টিএমসিপির বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে সপ্তাহ শুরুর প্রথম দিন সোমবার সকাল থেকে টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো শুরু করে। উপাচার্য যাতে বিশ্ববিদ্যালয়ে এসে নিজের চেম্বারে ঢুকতে না পারেন, সেই কারণে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের দরজায় তালা লাগানো হয়। বিভিন্ন দপ্তর থেকে কর্মীদেরকে বাইরে বার করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা স্লোগান দিতে থাকেন টিএমসিপি কর্মী পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ দেবাশীষ বন্দোপাধ্যায়কে তার পদ থেকে অপসারণ করতে হবে ও পড়ুয়ার কাছ থেকে ফি বাবদ আদায় হওয়া অর্থ পড়ুয়াদের স্বার্থে ব্যবহার করতে হবে।


এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, এখানে উপাচার্য নিজের মন মর্জি মতো বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। উপাচার্য হিসেবে নিজের দায়িত্ব দায়িত্ব পালন করছেন না। তার ইচ্ছানুযায়ী পড়ুয়াদের কাছ থেকে ফি বাবদ অর্থ নেওয়া হচ্ছে। অথচ তাদেরকে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপযুক্ত ল্যাবরেটরি পাচ্ছেন না। এখানে তাদের অনেক কষ্ট হচ্ছে। পড়ুয়াদের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কোন পরিকাঠামো নেই। সে দিকে উপাচার্য ও আধিকারিকদের কোন নজর নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে ফি নিয়ে সেই টাকা আদালতে চলা মামলায় আইনজীবীদের দিয়ে তা নষ্ট করা হচ্ছে। এই টাকার পরিমাণ ৫০ লক্ষ টাকা। যারা তা করতে পারেন না।

সেই টাকা যাদের মামলার জন্য খরচ হয়েছে, তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পড়ুয়াদের স্বার্থে খরচ করতে হবে। তিনি আরো বলেন, কাজি নজরুল বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে আসানসোলের মানুষের আবেগ জড়িত। তাই কিছু মানুষের কারণে এই বিশ্ববিদ্যালয়কে নষ্ট হতে দেওয়া হবে না বলে জানান তিনি। তার দাবি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে ও পড়ুয়াদের স্বার্থ দেখতে হবে।
তবে টিএমসিপির এই আন্দোলন ও তাদের অভিযোগ নিয়ে উপাচার্যের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *