কুলটিতে এলাকা পরিদর্শনে আসানসোল পুরনিগমের আইনী পরামর্শদাতার নেতৃত্বে দল
সতর্ক করা হলো হকার ও দোকানদারদের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডেই সরকারি জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ ও ফুটপাত থেকে হকার সরানোর কাজ শুরু হয়েছে। সোমবার কুলটির নিয়ামতপুরের নিতুরিয়া রোড পরিদর্শনে যান আসানসোল পুরনিগমের আইনী পরামর্শদাতা তথা প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল।
তিনি হকারদেরকে বলেন, প্রতিদিন তারা যেমন ঠ্যালাগাড়ি করে জিনিস বিক্রি করছে, তেমন করতে পারে। কিন্তু দিনভর ব্যবসা করে ঠ্যালাগাড়ি নিয়ে চলে যায়। তিনি বলেন, যেভাবে রাস্তা ও ফুটপাত দখল করে নেওয়া হচ্ছে, তা ঠিক নয়। রাস্তা ও ফুটপাত দিয়ে সাধারণ মানুষেরা হাঁটতে পারছেন না। এইসব বরদাস্ত করা হবেনা। এর পাশাপাশি তিনি স্থায়ী দোকানদারদের বিষয়ে বলেন, কিছু দোকানদার তাদের দোকান থেকে আরও বেশি করে দোকানপাট রাস্তা ও ফুটপাতে বাড়াচ্ছেন। যে কারণে রাস্তায় চলাচল করতে সমস্যা হচ্ছে। যানজটও তৈরি হচ্ছে।
তিনি বলেন, যদি কোনো রকমের যানজট না থাকে তাহলে দুই চাকার গাড়ি নিয়ে দোকানে আসা ক্রেতাদের কোনো সমস্যা হবে না। তবে চার চাকার গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। রবিউল ইসলাম আবারও সবাইকে সতর্ক করে বলেন, অবৈধ দখল কোন ভাবে বরদাস্ত করা হবে না।