ফিডের ক্যাম্পাসে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিকস এর উদ্যোগে এনিমিয়া সংক্রান্ত পরীক্ষামূলক এবং সচেতনতামূলক শিবির
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য /সৌরদীপ্ত সেনগুপ্ত,আসানসোল । শনিবার দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত আসানসোলের পলাশডিহার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফিডের ক্যাম্পাসে , ভারতের শিশু চিকিৎসকদের সব থেকে বড় সংগঠন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিকস এর উদ্যোগে এনিমিয়া সংক্রান্ত একটি পরীক্ষামূলক এবং সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় ।প্রথমবার ভারতবর্ষে এত বড় এই ধরনের শিবির হলো ।প্রায় ৪০০ শিশুর স্বাস্থ্য ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয়। এতে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে ৭২ জন শিশু বিশেষজ্ঞ আসানসোলে আসেন।




এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ওই সংগঠনের সর্বভারতীয় সভাপতি চিকিৎসক জি ভি বাসররাজ,পরবর্তী সর্বভারতীয় সভাপতি চিকিৎসক বসন্ত খালাদকর ও সর্বভারতীয় কোষাধ্যক্ষ ও আসানসোলের ইএসআই হাসপাতালের সুপার শিশু বিশেষজ্ঞ অতনু ভদ্র। অতনু বাবু বলেন রক্তাল্পতা শিশুদের জন্য ভয়ংকর ধরনের নানা অসুখ সৃষ্টি করে। ভারতবর্ষে এই রক্তাল্পতা ছোটো শিশুদের মধ্যে প্রায় ষাট শতাংশ। সারা ভারতের পয়তাল্লিশ হাজার ডাক্তারদের আমাদের এই সংগঠন সিদ্ধান্ত নেয় দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের শিবির করা হবে। এর অঙ্গ হিসাবে ভারতের প্রথমবার এই শিবির হল আসানসোলে। এর পরেরটি হবে নাগপুরে।

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে চন্দ্রশেখর কুন্ডু বলেন রক্ত নেবার যন্ত্রনার ভয়ে অনেকেই রক্তাল্পতা পরীক্ষা করতে চান না। কিন্ত আজ একটি অভিনব মেশিন দিয়ে রক্ত না নিয়ে কোনো যন্ত্রনা ছাড়াই রক্তাল্পতা পরীক্ষা করা হচ্ছে। এতে অনেক শিশুরই ভবিষ্যতে সঠিক চিকিৎসা করাতে পারবো।