রানীগঞ্জে দুর্ঘটনার পর রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) লোহার সামগ্রী বোঝায় টোটো উল্টে-বিপত্তি।
এবার বেহাল রাস্তার কারণে লোহার পাইপ বোঝায় টোটোর উল্টে, রাস্তার ধারে যাওয়া মোটরবাইকের ওপর আছড়ে পড়ায় গুরুতরু ভাবে জখম হলো মোটরবাইকের চালক সহ এক যাত্রী। আর এই ঘটনার প্রেক্ষিতেই সোমবার রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডের গির্জা পাড়ার, কাশিপুর ডাঙ্গা দিয়ে যাওয়া বাইপাস রোড আটকে বিক্ষোভের শামিল হল এলাকার বাসিন্দারা। অভিযোগ কাশিপুর ডাঙ্গা থেকে এগারা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর এবার তো একেবারে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় ক্ষেপে উঠল এলাকার মানুষ। অভিযোগ এই স্থানে কয়েক মাস আগে এক গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরও বহু বিক্ষোভ আন্দোলন হওয়ার পরও আবার সেই একই অবস্থা রয়ে গেছে ওই এলাকায়।













স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি এই রাস্তা মেরামতের জন্য তারা বারংবার বরো দপ্তরে আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি। যার জেরে দুর্ঘটনা এখানে নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। এদিন এই সকল দাবি করে, ওই এলাকায় দুর্ঘটনা গ্রস্থ আহত গাড়ির চালককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি, সহ ওই রাস্তা মেরামত দ্রুত করার দাবিতে এদিন সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত এলাকার বাসিন্দারা রাস্তায় গাছের ডাল ফেলে, রাস্তার দুই পাশ দিয়ে যাতায়াত করা সমস্ত গাড়ি আটকে দিয়ে, প্রতিবাদ জানাই।
পরে এ বিষয়ে রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা এই ঘটনা প্রসঙ্গে পুলিশ প্রশাসনের কাছে জানতে পেরে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা মেরামতের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। উল্লেখ্য রানিগঞ্জ শহরের শুধু এই কাশিপুর ডাঙা রাস্তায় নয়, বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় বর্তমানে ভেঙেচুরে নষ্ট হয়েছে, আর যার জেরে দুর্ঘটনাও বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি যানবাহন বিকল হয়ে পড়েছে বেহাল রাস্তার জেরে, যা নিয়ে পৌর প্রশাসন উদাসীন থাকায় অসহায় ভাবেই যান চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের। এখন দেখার এই সমস্যা কত দ্রুত সমাধান হয় ও রানীগঞ্জের বিস্তীর্ণ অংশের পথ কত দ্রুত মেরামত করে পৌর প্রশাসন সেদিকেই তাকিয়ে জনগণ।

