ASANSOL

আসানসোলে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক

বিভিন্ন শিল্পে কর্মীদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার এই এলাকার শিল্পপতিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।  জেলাশাসক এস পোন্নাবলম সভাপতিত্বে পশ্চিম বর্ধমান জেলা উৎকর্ষ বাংলা ডিস্ট্রিক্ট স্কিল কমিটি বা ডিএসসির এই বৈঠক হয়। এই বৈঠকে শিল্পপতিদের সঙ্গে জেলাশাসক আলোচনা প্রসঙ্গে একটি সরকারি প্রকল্পের তথ্য দেন। এর অধীনে রাজ্য সরকার বিভিন্ন শিল্পে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জেলাশাসক এস পোন্নাবলম বৈঠকে শিল্পপতিদেরকে জানিয়েছেন।


বৈঠকের শেষে আসানসোলের শিল্পপতি শচীন রায় বলেন, রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। এই এলাকায় শিল্পের উন্নতিতে  হোটেল সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রশিক্ষিত কর্মী স্কিল লেবার প্রয়োজন। এমন পরিস্থিতিতে সরকার যদি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে তো খুব ভালো।  বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। এর জন্য প্রয়োজনীয় যোগ্যতার প্রয়োজন হবে বলে জানিয়েছেন শচীন রায়। তিনি আরো বলেন, এই ব্যবস্থা হলে বাইরে থেকে আমাদেরকে কর্মী আনতে হবে না। স্থানীয়দেরকে আমরা কাজে লাগাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *