ASANSOL

আসানসোল আদালতে গাঁজা পাচারের মামলায় দোষী সাব্যস্ত ৬

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ অন্ধ্রপ্রদেশ থেকে গাঁজা পাচারের মামলায় আসানসোল আদালতে দোষী সাব্যস্ত হলো ৬ জন। জানা গেছে,  অন্ধ্রপ্রদেশ থেকে ৩৫৩ কিলো গাঁজা নিয়ে ২০২২ সালের ১৭ মে দুর্গাপুরের দিকে আসার সময় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে ধরা পড়েছিল ৬ জন। রাজ্য পুলিশের এসটিএফ আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করেছিল দুর্গাপুরের বেনাসিতি থানার প্রভাতপল্লী এলাকা থেকে।

এই ছয়জনের সঙ্গে দুটি দামি গাড়িও ছিলো পুলিশ সেই দুটি গাড়িও আটক করে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস বা নারকোটিক ড্রাগস এন্ড সায়পোটপিক সাবটেন্স আইনে মামলা হয়। সাক্ষ্য গ্রহণের পরে আসানসোলের বিশেষ আদালত ধৃত  ছজনকেই মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে।এর মধ্যে রয়েছেন নদিয়া জেলার সঞ্জয় মালিক, কার্তিক সাহা, দেবজ্যোতি সরকার, আনন্দ বিশ্বাস, ঝন্টু ঘোষ এবং পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা বশির শেখ। বেঙ্গল মিররকে এই মামলার  সরকারি আইনজীবী বা পিপি সোমনাথ চট্টরাজ বলেন, বুধবার বিচারক এই মামলায় দোষী সাব্যস্ত ৬ জনের সাজা ঘোষণা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *