সীতারামপুর এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি কংগ্রেসের
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-অবিলম্বে প্রধান শিক্ষকের নিয়োগ সহ স্কুলের বিভিন্ন দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কুলটির সীতারামপুর এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি তে সামিল হল কুলটি ব্লক কংগ্রেস। এদিন মুখে কালো ফিতে বেঁধে কুলটি ব্লক কংগ্রেস এই ধর্ণা কর্মসূচি তে সামিল হয় বিদ্যালয়ের সামনে । তাদের দাবি দীর্ঘদিন ধরে স্কুলে প্রধান শিক্ষক নেই এবং, প্রধান শিক্ষকের দ্রুত নিয়োগ চাই। এর পাশাপাশি স্কুলে বড় ধরনের দুর্নীতি হয়েছে।




দুর্নীতি রয়েছে ছাত্রদের এডমিশন এবং মিড ডে মিল নিয়েই। সেই কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানায় কুলটি ব্লক কংগ্রেস। স্কুলের সামনে ধর্ণা কর্মসূচির পাশাপাশি স্কুলের কুলটি চক্রের পরিদর্শক এর কাছেও একটি স্মারকলিপি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় । এতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসে সভাপতি সুকান্ত দাস,ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা।