রূপনারায়ানপুর ডিএভি পাবলিক স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ , স্মারকলিপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বিদ্যালয়ে শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে এদিন ডিএভি পাবলিক স্কুল ( রূপনারায়ণপুর)গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে একটা লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। এদিন অভিভাবকরা জানান বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন, স্কুলের এত এত ছাত্র-ছাত্রী অথচ টয়লেট এতটাই অপরিচ্ছন্ন পড়ুয়ারা সেই টয়লেটে ব্যবহার করতে পারে না, পাশাপাশি রয়েছে পানীয় জলের সুষ্ঠু পরিষেবা নেই।














সব নিয়ে এদিন তারা স্কুলের এইসব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। দীর্ঘক্ষন এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন। বিভিন্ন অভাব অভিযোগ জানান। অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ওই স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চান নি। নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গেছেন।
- আসানসোলে টোটো ও অটোর জন্য আলাদা পার্কিং জোনের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে ডেপুটি মেয়র ও পুলিশ আধিকারিক
- আসানসোলের দক্ষিণা কালী মন্দিরে নতুন পাঁচটি রুমের উদ্বোধন
- Asansol : जाम की समस्या पर टूटी प्रशासन की नींद, किया निरीक्षण, पर बड़ा सवाल होगा क्या ?
- Jamuria : बालू वाहन ने एक को रौंदा मौत, दुर्घटना के बाद बवाल, पुलिस पर हमला और तोड़फोड़
- আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর

