জমি নিয়ে কোম্পানির সাথে বিরোধ, বিক্ষোভ গ্রামবাসীদের
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : জমি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ । প্রতারণার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে । অন্ডাল বিমানবন্দর সংলগ্ন তামলা গ্রামের ঘটনা । পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে । বুধবার সকালের জমি বিরোধের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে তামলা গ্রাম । গ্রামবাসীদের একাংশ শামিল হয় বিক্ষোভ । অভিযোগ জমির ডেভেলপার একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে । বিক্ষোভকারীদের পক্ষে আশরাফ আলি, সূর্য বাউরীরা জানান ২০২১ সালে ৯৯ নামে একটি সংস্থা এলাকার জমি কেনার জন্য গ্রামবাসীদের কমিটির সাথে চুক্তিবদ্ধ হয় । পরে ওই সংস্থা সেই জমি তুলে দেয় মাউন্টেন ডেভেলপার সিটি নামে একটি সংস্থাকে ।
এরপর সেই সংস্থা গ্রামের কমিটির সাথে শুরু করে প্রতারণা । সংস্থার অধীনে গ্রামের ২৭ জন লেবারের কাজ করতো ।তাদেরকে সেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয় । কমিটির দু একজনকে ভাঙিয়ে নিজেদের পক্ষে নিয়ে সংস্থা কমিটির বাকি সদস্যদের সাথে দূরত্ব তৈরি করে । তাদের সবাইকে অন্ধকারে রেখে ডেভেলপার সংস্থা জমি কেনা বেচা করছে । মুনাফার অংশ কমিটির সদস্যদের দেওয়া হচ্ছে না । ওই সংস্থা কমিটির একজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটাই । ছাঁটাই কর্মীদের কাজে নিয়োগ, চুক্তি মত গ্রামের কমিটির সদস্যদের নিয়ে কাজ করার দাবিতেই এদিনের বিক্ষোভ বলে জানান তারা ।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । বিক্ষোভকারীদের পুলিশ পরামর্শ দেয় থানায় এসে অভিযোগ করার । এরপর পুলিশের মধ্যস্থতাই বিক্ষোভ উঠে যায় । যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সেই সংস্থার কোন কর্মকর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ঘটনাটি ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ।
- SAIL ISP में एक्स आर लैब और 3D होलोग्राफिक केंद्र बनेगा
- चेयरमैन के नेतृत्व में बांटे गए कंबल
- আসানসোলে কাঠগড়ায় তৃনমুলে শ্রমিক সংগঠনের নেতা, পুরনিগমের লিজ নেওয়া দোকান দখল নিতে মালিককে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা
- উত্তরাখন্ড ন্যাশনাল গেমস, বাংলা থেকে একমাত্র বক্সার হিসেবে নির্বাচিত রুপনারায়নপুরের পূরবী
- ঝোপ থেকে উদ্ধার হল সদ্যজাতের মৃতদেহ