ASANSOL

আসানসোল ডিভিশনের টিকিট চেকিং স্টাফদের উদ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর,  আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মেনগেটের কাছে রবিবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের টিকিট চেকিং স্টাফদের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা আসানসোলের ডিআরএম চেতনা নন্দ সিং একটি রক্তদাতাদেরকে শংসাপত্র তুলে দেন।

চেতনানন্দ সিং বলেন, আসানসোল ডিভিশনের টিকিট চেকিং কর্মীদের দ্বারা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা প্রশংসনীয়। টিকিট চেকিং স্টাফরা কঠোর পরিশ্রমের নিজেদের কাজ করার  পাশাপাশি একটা সামাজিক দায়িত্বও তারা পালন করলেন। আসানসোল রেলওয়ে স্টেশনের সিআইটি জেনারেল মহঃ জাহিদ আখতার বলেন,  প্রতি বছরের মতো এবছরও আসানসোল ডিভিশনের সিনিয়র ডিসিএমের নির্দেশে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির চার বছর আগে তৎকালীন সিআইটি মলয় মজুমদার আরম্ভ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *